পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান জিয়া-উল আজিম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২২ আগস্ট ২০২৪

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিম।

তাকে প্রেষণে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ন্যস্ত করে বৃহস্পতিবার (২২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০৩০ সালের মধ্যে দেশের সব জনগণের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই এবং আধুনিক বিদ্যুৎসেবা নিশ্চিত করা নিয়ে কাজ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বাংলাদেশের জনগণের জন্য গুণগত মানের বিদ্যুৎ সেবা নিশ্চিত করা তাদের অন্যতম কাজ।

আরএমএম/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।