সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ, রেলে কর্মবিরতি চলবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

বেতনের সঙ্গে রানিং ভাতা যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধার দাবিতে সারাদেশে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। সমাধানে পৌঁছাতে দীর্ঘ দুই ঘণ্টার বেশি সময় বৈঠকের পরও সমাধানে আসতে পারেনি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ১টায় শুরু হয়ে বৈঠক চলে ২টা ৪৫ মিনিট পর্যন্ত। কমলাপুর রেলস্টেশনের ভিআইপি কক্ষে এই বৈঠক হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

বৈঠকে থাকা একজন স্টাফ সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘক্ষণ রেল সচিব, মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। বৈঠক চলাকালীনই আমি চলে আসছি। আমাদের কেন্দ্রীয় নেতারা যারা আছেন বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবো। তবে আমরা আমাদের কর্মবিরতিতে অনড়।

এনএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।