দেশেই বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ডি-চেক সম্পন্ন করলো বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

নিজস্ব সক্ষমতায় দেশেই বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ডি-চেক সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে আনুমানিক ২০ লাখ ইউএস ডলার সাশ্রয় করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে মেইন্টেনেন্স কার্যক্রমের বিষয়টি গণমাধ্যমের কাছে তুলে ধরে বিমান।

প্রতিষ্ঠানটি জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তর নিজস্ব সক্ষমতায় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের সি-০৮ চেক স্ট্রাকচারাল অ্যান্ড ফুয়েল ট্যাংক মডিফিকেশন সম্পন্ন করে। যা সাধারণত প্রতি আট বছর পরপর সম্পন্ন করা হয়।

jagonews24

এরমধ্যে বোয়িং ৭৩৭-৮০০ ফ্লিটের এস২-এএফএম উড়োজাহাজটিতে এই প্রথম বিমানের নিজস্ব সক্ষমতায় দেশেই এই চেক সম্পন্ন হলো ৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমান, বিমান পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরী প্রমুখ।

এমএমএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।