নায়ক না হয়েও যিনি গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন

প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৯ মে ২০২৫ আপডেট: ১০:৪৫ এএম, ১৯ মে ২০২৫

বড় পোস্টারে মুখ থাকে না। গ্ল্যামার কিংবা গসিপেও তাকে নিয়ে খুব একটা আলোচনা হয় না। তবু পর্দা যখন আলোয় ভরে ওঠে, ক্যামেরার ফোকাস একসময় ঘুরে আসে তার দিকেই। তিনিই নওয়াজুদ্দীন সিদ্দিকী। সেই অভিনেতা, যিনি প্রচলিত তারকাব্যবস্থাকে ভেঙে দিয়ে প্রমাণ করেছেন নির্ভার অভিনয়, চরিত্রের গভীর উপলব্ধি আর আত্মিক প্রস্তুতিই কাউকে নায়ক না হয়েও গল্পের প্রাণভোমরা হয়ে উঠতে পারে। ছবি: ইনস্টাগ্রাম থেকে