যেখানে গল্প থেমে যায়, সেখানেই ঋদ্ধির অভিনয় শুরু হয়

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৯ মে ২০২৫ আপডেট: ১২:৫৩ পিএম, ১৯ মে ২০২৫

একটি দৃশ্য যখন শষ হয়ে যায়, সংলাপ থেমে যায়, আলো নিভে আসে, অনেক অভিনেতার অভিনয়ও তখন থেমে যায়। কিন্তু ঋদ্ধি সেন সেখানেই শুরু করেন তার জাদু। তার চোখ, ভঙ্গি, নিঃশব্দ উপস্থিতি-সব যেন গল্পের ছায়ার ভেতরেও এক নতুন গল্প বলে যায়। ছবি: ফেসবুক থেকে