কানে গল্প নয়, যেন ইতিহাসের উৎসব চলছে

প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৯ মে ২০২৫ আপডেট: ১১:৩৮ এএম, ১৯ মে ২০২৫

ফ্রান্সের কানে বসেছে রুপালি জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মিলনমেলা। কিন্তু এবারের কান চলচ্চিত্র উৎসব যেন শুধু ক্যামেরা, গ্ল্যামার আর প্রিমিয়ারের আলোর মধ্যে সীমাবদ্ধ নেই। পর্দায় উঠে আসছে যুদ্ধবিধ্বস্ত শহরের হাহাকার, নারীর সংগ্রাম, প্রযুক্তির অপব্যবহার আর নিপীড়নের বিরুদ্ধে গর্জে ওঠা মানবতা। উৎসবের এক প্রান্তে তারকারা হাঁটছেন লালগালিচায়, অন্য প্রান্তে চলচ্চিত্র হয়ে উঠছে নীরব অথচ তীব্র প্রতিবাদের ভাষা। মনে হয়, কানে এখন শুধু গল্প বলা হচ্ছে না তৈরি হচ্ছে সময়ের এক সামাজিক ইতিহাস। ছবি: এএফপি ও ইনস্টাগ্রাম থেকে