নয়াপল্টনে নোমানের দ্বিতীয় জানাজা সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক আব্দুল্লাহ আল নোমানের দ্বিতীয় জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাদ আসর বিকেল ৫টা ১৫ মিনিটে এই জানাজা হয়। এর আগে দুপুর আড়ায়টায় জাতীয় সংসদ ভবন মাঠে প্রথম জানাজা হয়।

জানাজার আগে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে তিনি (আবদুল্লাহ আল নোমান) উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। ছাত্রজীবনে সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছিলেন তিনি। এই নেতা আমাদের কাছ থেকে চলে যাওয়ার জন্য অপূরণীয় ক্ষতি হলো। যারা দেশপ্রেমিক, গণতান্ত্রিক মানুষ তারা নিশ্চয় তার অভাব বোধ করবেন। আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি যেন বেহেশত নসিব করেন।

এর আগে বর্ষীয়ান এই রাজনীতিক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মঙ্গলবার সকাল ৬টায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

কেএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।