মির্জা আব্বাসের বাসায় পুলিশের অভিযান


প্রকাশিত: ০৩:২৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহনগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় শনিবার মাঝ রাতে অভিযান চালায়  পুলিশ। তবে এসময় বাসা কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

রাত পৌণে দুইটার দিকে পুলিশের তিন প্লাটুন সদস্য শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসায় যায়। এ সময় বাড়ির মেইন গেট বন্ধ পেয়ে অনেক ধাক্কাধাক্কি করে পুলিশ। কিন্তু গেট না খোলায় তারা ফিরে যায় বলে জানা গেছে।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১১টার দিকে যুবদল সভাপতি আলালক মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার বাসা থেকে আটক করা হয়। পুলিশের মোহাম্মদপুর জোনের এসি রাজিবুল হাসান জাগো নিউজকে বলেন, নাশকতা মূলক হামলার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।