গাজায় হামলার প্রতিবাদ

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসােসিয়েশনের মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৯ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের রাফা ও গাজা অঞ্চলে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসােসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)। মতিঝিলে শাপলা চত্বরে মানববন্ধন শেষে মতিঝিল ব্যাংক পাড়ার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

মিছিলের আগে সমাবেশে বক্তারা ফিলিস্তিনের রাফা ও গাজায় হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, এ হামলায় যেভাবে নারী শিশুসহ বেসামরিক লােকদের হত্যা করা হচ্ছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। লাখ লাখ লােককে বাস্তুচ্যুত করা হয়েছে। তারা এখন অমানবিক জীবনযাপন করছে। খাদ্য ও পানীয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় মুসলিম বিশ্বের নেতাদের এবং মানবতার পক্ষের সব শক্তিকে একসঙ্গে ফিলিস্তিনের পাশে দঁড়ানোর আহ্বান জানানোে হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) এর আহ্বায়ক মাে. ইকবাল হােসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাে. রফিকুল ইসলাম, সদস্য সচিব মাে. মোস্তাফিজুর রহমান মস্তাক, যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিছ মিঞা, যুগ্ম আহ্বায়ক মাে. রাসেদুল হাসান, যুগ্ম আহ্বায়ক মাে. ওবায়দুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাে. সানােয়ার হোসেন, সোনালী ব্যাংকের সভাপতি মো. মাহবুব সোহেল বাপ্পী, সাধারণ সম্পাদক শাহে আলম, জেবিএবি বেসরকারি ব্যাংক ইউনিটের সদস্য সচিব মাে. ওমর ফারুকসহ দুই শতাধিক নেতাকর্মী ও ব্যাংক কর্মকর্তারা।

ইএআর/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।