মানবতার পক্ষে কাজ করে বিএনপি: আমিনুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২২ এপ্রিল ২০২৫

বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে। এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদারের হাতে ৮টি হুইল চেয়ার হস্তান্তর করেন আমিনুল হক।

এ সময় তিনি বলেন, মানবিক সমাজ গঠনে বিএনপি সবসময় মানুষের পাশে থাকতে চায়। তারেক রহমানের নির্দেশনায় আমরা সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু একটি প্রতিষ্ঠানকে সহায়তা করছি না, বরং একটি মানবিক বার্তাও পৌঁছে দিচ্ছি। সেটা হলো- বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, মানুষের পাশে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ, হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কে এম মজিবুল হক, উপ-পরিচালক ডা. এ কে এম মাসুদ আকতার এবং বহির্বিভাগের সহকারী পরিচালক কে এম জিয়াউর রহমান।

কেএইচ/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।