যে করিডোর দেশের উপকারে আসবে না, তা জনগণ চায় না: মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০১ মে ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস/ ফাইল ছবি

রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যে করিডোর দেশের উপকারে আসবে না, তা জনগণ চায় না।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে অনেক চুক্তি হয়েছে, যা জনগণ জানতে পারেনি। মানবিক করিডোর দিতে গিয়ে দেশের ক্ষতি হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। পৃথিবীর অনেক দেশই এমন চুক্তি করে ধ্বংসের মুখোমুখি হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছি কি না, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেশ ও জনগণের স্বার্থে সঠিক পথে চলতে হবে। রাজনীতির বাইরে কিছু করলে তা প্রতিরোধ করা হবে।

তিনি বলেন, আমরা কারও রাজত্বে বসবাস করি না। দেশের জনগণের কথার বাইরে কিছু হবে না। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কিছু করতে গেলে তা প্রতিরোধ করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা জানি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা জনগণের পক্ষেই আছি। জনগণের সমর্থন নিয়ে আমাদের আন্দোলন এগিয়ে যাবে। জনগণ আমাদের সঙ্গে থাকবে, আর জনগণের প্রতি আমাদের বিশ্বাস অটুট।

এ সময় মির্জা আব্বাস বিএনপির পক্ষে শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

কেএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।