সংসদে অবশ্যই শ্রমিক প্রতিনিধি থাকতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০১ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর যোগদান অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুউদ্দীন পাটওয়ারী বলেছেন, সংসদে বেশিরভাগ হয়ে গেছেন আইনজীবী ও ব্যবসায়ী, সেখানে শ্রমিকদের কেউ নেই। সংসদে যিনি সংসদ সদস্য থাকেন, তিনি বড় ব্যবসায়ী হওয়ায় শ্রমিকদের না হয়ে ব্যবসায়ীর পক্ষ হয়ে সংসদে কথা বলেন। তাই জাতীয় সংসদে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

শ্রমিকের ঘামে যে অর্থ আয় হয়, তার বড় একটি অংশ মালিকদের পকেটে চলে যায় মন্তব্য করে নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, কিছু নেতাদের আমরা মাঠে দেখেছি তারা শ্রমিকদের পক্ষে লড়াই করে যাচ্ছেন। কিন্তু তারা মাঠে গেলে বলেন শ্রমিকের লোক, ভেতরে গেলে বলেন মালিকের লোক। এদের মোকাবিলা করতে হবে। এটা করতে না পারলে বাংলাদেশের শ্রমিকদের রাজনীতি নতুন করে দাঁড়াবে না। গণঅভ্যুত্থানের পর যে দলটির সৃষ্টি হয়েছে, সে নাগরিক পার্টিতে আপনারা যোগ দিচ্ছেন। আপনাদের দায়িত্ব হলো জাতীয় নাগরিক পার্টিকে একটি শ্রমিকবান্ধব পার্টি হিসেবে গড়ে তোলা।

তিনি বলেন, যখনই শ্রমিকেরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করেছিল তখনই শ্রমিকদের বুকে গুলি চালানো হয়েছে। গণঅভ্যুত্থানের পর এই সরকারকেও আমরা দেখেছি শ্রমিকের বুকে গুলি চালাতে। এজন্য আমরা বলেছি শুধু চেয়ারের যদি পরিবর্তন হয় তাহলে আমাদের শ্রমিক ভাইয়েরা ভালো থাকবে না। আমাদের পুরো ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমরা দেখেছি চেয়ারের বদল হলেও, শ্রমিকের মজুরি বাড়েনি। শ্রমিকের রক্তের ওপরে দাঁড়িয়ে আবার পুরোনো ব্যবস্থার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে একটি দল।

তিনি আরও বলেন, পুলিশ সংস্কার কমিশন থেকে শুরু করে সবকিছু সংস্কারের জন্য আলোচনা করা হলেও শ্রমিকদের জন্য সংস্কারের কোনো বিষয় নিয়ে কোনো দল আলোচনাই তোলেনি। অথচ গণঅভ্যুত্থানে শহীদ হওয়াদের বড় একটি অংশই শ্রমিক।

জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম এ সময় বলেন, যারা অতীতের শ্রমিক নেতা হিসেবে ছিলেন, তারা আদতে শ্রমিকের নেতা ছিলেন না। তারা ছিলেন একেকজন মাফিয়া। তারা নেতা হওয়ার নামে শ্রমিকদের শোষণ করেছেন। নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেখানে শ্রমিকদের ন্যায্য হিস্যা বুঝিয়ে না দিলে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো শ্রমিকদের অধিকার নিয়ে শুধু আন্দোলন নয় বরং সংসদে শ্রমিকদের প্রতিনিধি হয়ে যেন কথা বলে সেরকম ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা আশা করি জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং শ্রমিকদের প্রত্যাশিত সে প্রতিনিধি তৈরি করতে পারবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ে আজ ৯২ জন শ্রমিক যোগ দেন। এসব শ্রমিকদের নিয়ে পরবর্তীতে শ্রমিক উইং এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আলেয়া খাতুন। এতে আরও অংশ নেন এনসিপির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী আল আমিন, সজিব ওয়াফি, আব্দুল বারেক, মোশারফ হোসেনসহ আরও অনেকে।

এনএস/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।