এনসিপির সমাবেশে দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের ভিডিও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৩ আগস্ট ২০২৫

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সমাবেশস্থলে।

রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হবে।

সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। তবে বিকেল ৪টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখনো নেতাকর্মীদের ভিড় তেমন একটা চোখে পড়েনি।

শহীদ মিনারের বেদীর দুই পাশে বড় দুটি প্রজেক্টর স্ক্রিন লাগানো হয়েছে। এতে জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে।

এনএস/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।