এনসিপির সমাবেশে দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের ভিডিও
নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সমাবেশস্থলে।
রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হবে।
- আরও পড়ুন:
- ঐতিহাসিক ইশতেহার দেবে এনসিপি, দলে দলে সমাবেশে আসছেন নেতাকর্মীরা
সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল
বিভিন্ন জেলা থেকে এনসিপির সমাবেশে আসছেন নেতাকর্মীরা
সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। তবে বিকেল ৪টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখনো নেতাকর্মীদের ভিড় তেমন একটা চোখে পড়েনি।
শহীদ মিনারের বেদীর দুই পাশে বড় দুটি প্রজেক্টর স্ক্রিন লাগানো হয়েছে। এতে জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে।
এনএস/এসএনআর/জেআইএম