এনসিপির সমাবেশে ভ্রাম্যমাণ টয়লেট দিলো দুই সিটি
নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে আগত নেতাকর্মীদের জন্য ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করেছে সিটি করপোরেশন।
রোববার (৩ আগস্ট) বিকেলে সরেজমিন সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশের রাস্তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ও উত্তর সিটি করপোরেশনের একটিসহ মোট দুটি মোবাইল টয়লেট রাখা হয়েছে।

বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। দলটির সদস্য সচিব আখতার হোসেনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এরই মধ্যে উপস্থিত হয়েছেন।
এনএস/এমআইএইচএস/জিকেএস