রাকিবুল ইসলাম রাকিব

দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘাটায়নি ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৩ আগস্ট ২০২৫
ছাত্র সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব/ ছবি- সংগৃহীত

গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, আমরা একটি গুপ্তগোষ্ঠীর বিভিন্ন প্রোপাগান্ডা মোকাবিলা করেই পথ চলছি, একটি বছর পাড়ি দিয়েছি। এই এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আয়োজিত ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি।

ছাত্রলীগের বিচারের দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল অবশ্যই অংশগ্রহণ করবে। কিন্তু তার আগে আমাদের প্রধান দাবি ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকাওয়াস্তে একটা তালিকা প্রকাশ করে এক বছর অতিবাহিত করেছে তারা।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠিত হওয়ার পর থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শাহবাগ নয়- বরং সারা বাংলাদেশে আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে ছাত্রদল। শিক্ষার্থীদের ওপর হামলার পর ছাত্রদল তাদের পাশে থেকেছে। তারেক রহমানই সর্বপ্রথম এক দফার ঘোষণা দিয়েছেন।

এসময় হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, যে বা যারা জুলাই আগস্টের খণ্ডিত চিত্র এবং মনগড়া ইতিহাস রচনা করার চেষ্টা করে যাচ্ছেন- আমরা সেসব ইতিহাসবেত্তাদের বলতে চাই, এই ইতিহাসবেত্তাদের ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে।

এমএইচএ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।