এক বছরেও শিক্ষাপ্রতিষ্ঠান নিরাপদ হয়ে ওঠেনি: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০৩ আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, গত এক বছরেও শিক্ষাপ্রতিষ্ঠান নিরাপদ হয়ে ওঠেনি। তারপরও বলছি এনসিপি লড়বে দেশের মানুষের ন্যায়বিচারের জন্য।

রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এক বছর পার হয়েছে কিন্তু হত্যাকাণ্ডের এখনো বিচার হয়নি। যারা দীর্ঘদিন ধরে গুম ছিল তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি।

তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্র যাবে পরিবর্তনের দিকে। জুলাইয়ের পরও আমরা কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনা দেখেছি।

আমরা বলেছিলাম আওয়ামী লীগ শাসনামলে যারা নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, যারা গুম হয়েছে আমরা তার বিচার করতে পারিনি।

তিনি বলেন, গত বছর এই দিনে আমরা যে স্বপ্ন দেখেছি সে স্বপ্নের সারথি হয়েছিল পুরো জাতি।

এনএস/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।