কোনো অন্যায়ের সঙ্গে নিজেকে জড়াইনি: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ০৩ আগস্ট ২০২৫
আব্দুল হান্নান মাসউদ/ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, গত একবছরে জ্ঞাতসারে কোনো অন্যায় ও নীতিবহির্ভূত কাজের সঙ্গে নিজেকে জড়াইনি।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা বলেন তিনি৷

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি আব্দুল হান্নান মাসউদ, আমি জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। আমি দৃঢ়চিত্তে ঘোষণা করছি- গত একবছরে জ্ঞাতসারে কোনো অন্যায়ের সঙ্গে, নীতিবহির্ভূত কাজের সঙ্গে আমি নিজেকে জড়াইনি।

তিনি লেখেন, সমন্বয়ক পরিচয় আমার জন্য গর্বের, অহংকারের। বিতর্কিত করার কোনো সুযোগ নেই। এই শব্দটিই ইতিহাস।

এনএস/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।