৮ দলের সমাবেশ, লোকে লোকারণ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১১ নভেম্বর ২০২৫

৫ দাবিতে অনুষ্ঠিত হচ্ছে ৮টি রাজনৈতিক দলের সমাবেশ। দুপুর ২টার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা। এর মধ্যেই পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন, প্রেসক্লাব, বিজয় নগর, বায়তুল মোকাররম পর্যন্ত লোকে লোকারণ্য দেখা যায়।

jagonews24

এসময় ৮ দলের নেতাকর্মীরা ‘নভেম্বরেই গণভোট-দিতে হবে, দিয়ে দাও’, ‘জুলাই সনদ বাস্তবায়ন-করতে হবে করতে হবে’, ‘আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন।

jagonews24

এর আগে দুপুর ২টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন তেলওয়াতের পর ইসলামী সংগীত পরিবেশন করেন নেতাকর্মীরা।

এমএইচএ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।