রিজভী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৩ জানুয়ারি ২০১৫

বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে অসুস্থ অবস্থায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। পরে রিজভীকে পুলিশ প্রহরায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যাওয়া হয়েছে।

একদিকে খালেদা জিয়ার বাসা অবরুদ্ধ অন্যদিকে রিজভীকে আটক দেশের চলমান রাজনীতিতে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমান রিজভীর চিকিৎসা চলছে বলে জানা গেছে। তবে কি কারণে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে কিনা তা জানা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।