কার্যালয়েই রাত কাটালেন খালেদা জিয়া
শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে অবরুদ্ধ হওয়ার পর গুলশানের রাজনৈতিক কার্যালয়েই রাত কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক মহিলা এমপি আসিফা আশরাফি পাপিয়াসহ মহিলা দলের কয়েকজন নেত্রী খালেদা জিয়ার সাথে গুলশান চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে সারারাত অবস্থান করেছেন।
বাসায় যাওয়ার উদ্দেশ্যে রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত গাড়িতে বসে থাকার পরও খালেদাকে যেতে না দেয়ায় তিনি গুলশান কার্যালয়েই রাত কাটানোর সিদ্ধান্ত নেন।
তবে রাত দেড়টায় ব্যারিকেড তুলে পুলিশ খালেদাকে বাসায় যাওয়ার অনুমতি দিলেও তিনি কার্যালয়েই রাতযাপনের সিদ্ধান্ত নেন।
সূত্র জানায়, খালেদা জিয়া কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজ অফিসে ছিলেন। রাত সোয়া ১টার দিকে খালেদা জিয়ার বাসার বুয়া গুলশান কার্যালয়ে প্রবেশ করে। রাত ২টার দিকে গুলশান কার্যালয়ে একটি মিনি ট্রাকযোগে খাবার সরবরাহ করা হয়।
বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়া যদি বাসায় যেতে চান তবে তাকে পুলিশি প্রহরায় বাসায় পৌঁছে দেয়া হবে। তবে ৫ জানুয়ারি তিনি বের হতে পারবেন না বলে সন্দেহ করা হচ্ছে। তাই খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের গুলশান জোনের উপ কমিশনার লুৎফুল কবির জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই পুলিশ এমনটি করেছে। কাউকে অবরুদ্ধ করার উদ্দেশ্যে নয়। পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে গ্রেফতারের কোনো সিদ্ধান্ত তাদের নেই।
এদিকে রাতে গুলশান রাজনৈতিক কার্যালয়ের প্রবেশ পথে ৩টি বালুর ট্রাক রাখা হলেও পরবর্তীতে রাত দেড়টায় তা সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি গুলশান কার্যালয়ের আশেপাশের সব রাস্তা বন্ধ করা হলেও ভোর রাত থেকে তা খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।