নয়াপল্টনে মতিউর রহমান তালুকদারের জানাজা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৯ নভেম্বর ২০২৫

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মতিউর রহমান তালুকদারের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কাজী তৌহিদ হোসেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ভূঁইয়া এবং ঢাকা মহানগর উত্তর ওলামা দলের সদস্য সচিব মাওলানা সাইফুল হকসহ আরও অনেকে।

মতিউর রহমান তালুকদার সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তার মৃত্যুতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কেএইচ/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।