জরুরি বৈঠকে বসেছেন আ.লীগ নেতারা


প্রকাশিত: ০৭:২০ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

৫ জানুয়ারিকে কেন্দ্র করে জরুরি বৈঠকে বসেছেন আ.লীগের নেতারা। দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ খ ম বাহাউদ্দিন নাসিম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, ছাত্রলীগের সেক্রেটারি সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।

উল্লেখ্য, ৫ জানুয়ারি নির্বাচনের এক বছর পূর্তিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’পালন করার প্রস্তুতি নিচ্ছে। এর বিপরীতে ‘গণতন্ত্র হত্যা দিবস’পালন করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে বিএনপিতে। ওই দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।