হাতিরপুলে ছাত্রদলের মিছিল : ৪০টি গাড়ি ভাঙচুর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর হাতিরপুল এলাকায় মিছিলটি বের করে ছাত্রদল। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অনন্ত ৪০টি গাড়ি ভাঙচুর করে।
কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে মিছিলটি বের হয়।