হাতিরপুলে ছাত্রদলের মিছিল : ৪০টি গাড়ি ভাঙচুর


প্রকাশিত: ০৯:০১ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর হাতিরপুল এলাকায় মিছিলটি বের করে ছাত্রদল। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অনন্ত ৪০টি গাড়ি ভাঙচুর করে।

কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে মিছিলটি বের হয়।



পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।