নাশকতার চেষ্টা হলে রাজপথেই প্রতিহত : শেখ সেলিম


প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৪ জানুয়ারি ২০১৫

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ৫ জানুয়ারি আন্দোলনের নামে নাশকতার সৃষ্টি করলে বিএনপি-জামায়াতকে রাজপথেই প্রতিহত করা হবে।

রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আন্দোলনের নামে নাশকতা চালালে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। যুদ্ধপরাধীদের দল জামায়াত ও তাদের মদদদাতা ইতিহাস বিকৃতকারী বিএনপিকে রাজপথেই প্রতিহত করতে হবে।

মতবিনিময়কালে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।