ব্রিটেন থেকে শিক্ষা নিন : সরকারকে খালেদা


প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৭ জুন ২০১৬

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ব্রিটেনের দিকে দেখুন, তাদের কাছ থেকে শিখুন। গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার কারণে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণও সরকার পরিবর্তন চায়। অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিন। এক্ষেত্রে জনগণ যদি বিএনপিকে জয়ী না করে তাহলেও আমরা মেনে নেব।

সোমবার সন্ধ্যায় লেডিস ক্লাবে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। জনগণের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানান খালেদা জিয়া।

বেগম জিয়া বলেন, আমরা কৃষিতে গুরুত্ব দিয়েছিলাম। কত পোলট্রি ডেইরি ফার্ম হয়েছিল তখন। এই সরকার দলীয়করণ করে সব ধ্বংস করেছে।

তিনি বলেন, অনেক ভালা অফিসার কিন্তু তাকে সরিয়ে দেয়া হয়েছে কারণ তার অপরাধ সে বিএনপি করে।

কৃষি ক্ষেত্রে অবস্থা আগের মতো নেই উল্লেখ করে খালেদা জিয়া বলেন, বর্তমানে উৎপাদনের উপর জোর না দিয়ে আমদানি বাড়ানো হয়েছে, কারণ সেখান থেকে কমিশন পাওয়া যায়।

কৃষিজমি সম্প্রসারণ করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিএনপি সুযোগ পেলে কৃষির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সহ-সভাপতি বেগম সেলিমা রহমান।

এমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।