বিএনপি নেত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী জাতিকে মিথ্যা বলছেন: রিজভী


প্রকাশিত: ০৬:১২ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করার বিষয়ে জাতির সামনে মিথ্যা বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

প্রধানমন্ত্রীর মিথ্যাচারের জবাব জনগণ শিগগিরই দেবেন বলেও দাবি করেন তিনি।

সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটে পুলিশি পাহারায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফোনে জাগোনিউজকে তিনি এ কথা রিজভী।

তিনি আরও জানান, তিনি এখনো পুরোপুরি সুস্থ নয়। পুলিশ তাকে ঘিরে রেখেছে। তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে তিনি নিশ্চিত নন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।