ইট বালু ও গুলিতে আন্দোলন দমবে না : জামায়াত


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০১৫

বালু-ইটের ট্রাক, কার্যালয়ের গেটে তালা ও জনগণের বুকে গুলি চালিয়ে  জনগণের আন্দোলন দমন করা যাবে না বলে জানিয়েছে বিএনপি জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। সোমবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কথা বলেন।
 
বিবৃতিতে তিনি বলেন, ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জামায়াতসহ ২০ দলীয় জোট ঘোষিত কর্মসূচি বানচালের জন্য সরকার দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। রাজধানী ঢাকায় কথিত নিষেধাজ্ঞা জারি করে এক বিভৎস পরিবেশের সৃষ্টি করেছে। ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত ও ২০ দলীয় জোটের মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তালা লাগিয়ে তাকে ঘোষিত কর্মসূচীতে অংশগ্রহণ করার অধিকার থেকে বঞ্চিত করেছে সরকার। জোট নেত্রীর কার্যালয়ের গেটে তালা লাগানো এক নজির বিহীন ঘটনা। সারাদেশে সরকারের গণগ্রেফতার, পুলিশী হামলা, গুলিবর্ষণ ও নৈরাজ্য সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।