অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে : নানক
বিএনপির অবরোধ কর্মসূচি জনগণ প্রত্যখান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
নানক বলেন, খালেদা জিয়ার আহ্বানে সাড়া না দিয়ে মানুষ রাস্তায় নেমে এসেছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিএনপির অবরোধের কর্মসূচি আওয়ামী লীগ প্রতিহত করেছে কিনা এমন প্রশ্নে নানক বলেন, বিএনপি নেতাকর্মীরা কমর্সূচি সফল করতে রাস্তায়ই নামেনি। তাই তা প্রতিহত করার প্রশ্নই আসেনা।
তিনি আরও বলেন, শেখ হাসিনার উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে ব্যাহত করার জন্য বিএনপি এই সমস্ত কর্মসূচি ঘোষণা করে থাকে। টানা অবরোধের কর্মসচিও এর ব্যতিক্রম কিছু নয়।