ধোলাইখালে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ
২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর পুরান ঢাকায় ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের ক্ষুব্ধ নেতারা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে পুরান ঢাকার ধোলাইখালে এ ঘটনা ঘটে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা ওমর ফারুক কাওসারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
ওমর ফারুক কাওসার জানান, ধোলাইলখাল থেকে মিছিল নিয়ে ধোলাইখাল নতুন রাস্তায় গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সূত্রাপুর থানা পুলিশ এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে।