খালেদার সময়ের আবেদন নামঞ্জুর


প্রকাশিত: ০৬:২৬ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় করা বিএনপি নেত্রী খালেদা জিয়ার সময়ের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ আদালতে বিচার কার্যক্রম চলার কথা ছিল।

জানা গেছে, এদিন মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অবরোধের কারণে আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী এ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন। আদালত এই আবেদনটি মঞ্জুর করেন।

অন্যদিকে সাক্ষগ্রহণ মূলতবী রাখার জন্য অপর একটি সময়ের আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করে সাক্ষগ্রহণ দেওয়ার নির্দেশ দেন।

সময়ের আবেদনে বলা হয়, সরকার খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রেখেছে। তাছাড়া তিনি গুরুতর অসুস্থ। তাই তিনি আদালতে আসতে পারেননি?

অন্যদিকে আসামিপক্ষের প্রধান আইনজীবীরা যেন মামলা পরিচালনা না করতে পারেন, সেজন্য সরকার তাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে। তাই তারাও আদালতে আসেননি। এ কারণে সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন জানাচ্ছি।

মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এদিকে হাইকোর্ট চত্বরে পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি হয়ে আদালতে হাজির হননি খালেদার আইনজীবী প্যানেলের প্রধান তিনজন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তারা আত্মগোপনে থাকায় অন্য আইনজীবীরা সময়ের আবেদন জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।