গুলশান কার্যালয়ে ঢাবির ৬ শিক্ষক


প্রকাশিত: ০৭:১০ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

অবরুদ্ধের চতুর্থ দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে তার কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে তারা প্রবেশ করতে চাইলে তাদেরকে বাধা দেয়া হলেও পরবর্তীতে ২০ শিক্ষকের মধ্যে ৬ শিক্ষককে গুলশান কার্যালয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্বে অন্যান্য শিক্ষকরা হলেন, অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. তাহমিনা আক্তার, অধ্যাপক ড. আব্দুল আজিজ, অধ্যাপক  ড. খলিলুর রহমান।

এদিকে যাদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি তারা নানাভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। বারবার অনুমতি চাওয়ার পরও অনুমতি না পাওয়ার বাকী ১৪ শিক্ষক বর্তমানে বাহিরেই অবস্থান করছেন।

এর আগে বেলা ১১ টা ১৫ মিনিটে বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্ল্যাহ কার্যালয়ে প্রবেশ করলেও তিনি এখনও বের হননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।