১২ ঘণ্টা হরতাল কমলো


প্রকাশিত: ০৮:২১ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের হরতাল ১২ ঘণ্টা কমানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তবে কেন হরতাল কমানো হয়েছে এ ব্যাপারে কোন ব্যাখ্যা দেননি তিনি।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি হরতাল কমানোর বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে রিজভী বলেন, সরকার বিএনপির নেতা-কর্মীদের হত্যা করার জন্য গুপ্তঘাতকদের নামিয়ে দিয়েছে বিভিন্ন পাড়ায় মহল্লায়। জনগণের তুমূল আন্দোলনের চাপে শেষ বিষাক্ত ছোবল দেয়ার জন্যই মরণঘাতি গুপ্তবাহিনীদের দিয়ে কমিটি গঠন করেছে তারা। এরই নির্মম শিকার হয়েছেন দেশের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান।

তিনি বলেন মঙ্গলবার রাতে রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাঁকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী ১২ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালনের আহ্বান করা হয়েছে।

চলমান অবরোধ কর্মসূচি স্বত:স্ফুর্তভাবে পালনের জন্য দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানান রিজভী। একই সাথে তিনি বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল বিএনপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।