বাংলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলা একাডেমি থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়। এসময় ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলা একাডেমির সামনে থেকে ছাত্রদলের অন্তত ৩০ নেতাকর্মী মিছিল বের করে টিএসসিতে যায়। এসময় তারা ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ কাউকে আটক করতে পারেনি।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ আরেফিনের নেতৃত্বে মিছিলে অংশ নেন ছাত্রদল নেতা মোকলেসুর রহমান, আল মেহেদী তালুকদার, সুমন, বাপ্পু, সুব্রত, শ্যামল, সোহরাব, মাতিশ, আকতার, রনি, মাসুম, মির্জা, মামুন প্রমূখ।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।