দেশের স্বার্থে আ.লীগ সব কিছুই করবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৭ জানুয়ারি ২০১৫

সহিংসতা পরিহার করলে দেশের স্বার্থে আওয়ামী লীগ সরকার সব কিছুই করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকাল সাড়ে ১১টায় দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার রেজুনদী ব্রেইলি ব্রিজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশব্যাপী সহিংসতা করে বিএনপি নিজেই সংলাপের পথ বন্ধ করেছে। সহিংসতা পরিহার করলে দেশের স্বার্থে আওয়ামী লীগ সব কিছুই করবে।

ওবায়দুল কাদের আরও বলেন, টানা অবরোধ দিয়ে তারা বিশ্ব ইজতেমায় দুর্ভোগ তৈরি করেছে। এতে মুসল্লীদের কষ্ট হচ্ছে। এর বিচার করবে দেশের জনগণ।

এ সময় এমপি আবদুর রহমান বদি, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।