অবরোধের সঙ্গে আবারও ৩৬ ঘণ্টার হরতাল
চলমান অবরোধ কর্মসূচির মধ্যেই সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এ হরতাল আহবান করেছে বিএনপি জোট।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল পালিত হবে। শনিবার দুপুরে ২০ দলীয় জোটের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
প্রসঙ্গত, বিদ্যুত ও গ্যাসের দাম বাড়ালেই লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছিল বিএনপি। তারই অংশ হিসেবে এই হরতালের ঘোষণা করা হয়েছে।
এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে ১৫ জানুয়ারি ১২ ঘন্টার হরতাল কর্মসূচি পালন করেছিল বিএনপি। এছাড়া গত ৫ জানুয়ারি খালেদা জিয়া অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করেছিলেন। সেই অবরোধ এখনো অব্যাহত রয়েছে।
এছাড়া চলমান অবরোধের পাশাপাশি প্রতিদিনই দেশের কোন না কোন জেলায় হরতাল কর্মসূচি পালন করছে ২০ দলীয় জোটের নেতারা। চলমান কর্মসূচি সফল করতে সরকার ২০ দলীয় নেতাকর্মীদের গণ গ্রেফতার করছে দাবি করলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সহিংসতা দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে।
এমএম/বিএ/আরএস