আয়কর রিটার্ন জমা দিয়েছে আওয়ামী লীগ
২০১৫ সাল ও ২০১৬-১৭ কর বর্ষের আয়কর রিটার্ন জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার সেগুনবাগিচায় কর অঞ্চল-১ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আয়কর রিটার্ন জমা দেন।
এই কর বর্ষে আওয়ামী লীগের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৫ সালে ক্ষমতাসীন দলটি আয় করেছে সাত কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। এই সময়ে দলটির ব্যয় হয়েছে- তিন কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। অর্থাৎ তহবিলে উদ্বৃত্ত আছে প্রায় তিন কোটি ৩৮ লাখ ৭৯ হাজার ৯০৬ টাকা।
মোট আয়ের মধ্যে সদস্যদের চাঁদা থেকে দুই কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৭৭০ টাকা, উপ-নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি বাবদ ১৫ লাখ ২৫ হাজার, অনুদান সংগ্রহ বাবদ দুই কোটি ৩১ লাখ টাকা, প্রকাশনা বিক্রি ও বিজ্ঞাপন বাবদ ৬৩ লাখ ৯৪ হাজার ৯৩৫ টাকা, ব্যাংক থেকে পাওয়া সুদ বাবদ এক কোটি ৪৯ লাখ ৯০ হাজার ৭৯৯ টাকা এবং অন্যান্য খাত থেকে দুই লাখ ৯৫ হাজার ৮৭১ টাকা আয় হয়েছে।
অন্যদিকে মোট ব্যয়ের মধ্যে- কর্মচারীদের বেতন বাবদ ৬২ লাখ ২১ হাজার ৫৭৫ টাকা, অনুষ্ঠান ও সভা-সমাবেশ বাবদ এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৯০ টাকা, প্রকাশনা বাবদ ৬৮ লাখ ৮২ হাজার ৭০৪ টাকা, ত্রাণ কাজে ব্যায় ২১ লাখ ৬৯ হাজার ১৪৫ টাকা এবং অন্যান্য খাতে ব্যয় হয়েছে ২২ লাখ চার হাজার ৬৫৫ টাকা।
২০১৪ সালের হিসাবে আওয়ামী লীগের আয় হয়েছিলো ৯ কোটি পাঁচ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা এবং ব্যয় ছিলো তিন কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা। ২০১৪ সালের শেষে দলটি তহবিলের সমাপনী জের ছিল ২০ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ১১৭ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ২৩ টাকায়।
হিসাব জমা দেয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। সব ক্ষেত্রেই দলটি স্বচ্ছতা বজায় রাখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশে সরকার এবং দলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে এই আয়কর রিটার্ন জমা দেয়া হলো।
সেগুনবাগিচায় কর অঞ্চল-১ এর সেকশন অফিসার লিংকন রায়ের কাছে আওয়ামী লীগের প্রতিনিধি দল এই হিসাব দাখিল করেন।
এইউএ/এসএইচএস/পিআর