ফরিদপুরের কাউন্সিলর হিসেবে পুতুলের স্বামীর নাম প্রস্তাব
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুলের স্বামী খন্দকার মাশরুর হোসেন মিতুকে ফরিদপুরের কাউন্সিলর হিসেবে প্রস্তাব করা হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার নাম প্রস্তাব করা হয়েছে। সম্মেলন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের দফতর উপ-কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
দফতর উপ-কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যে কাউন্সিলর তালিকা পাঠানো হয়েছে সেখানে বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল এবং তার স্বামী খন্দকার মাশরুর হোসেন মিতুর নাম রয়েছে। আগামী ১৮ অক্টোবর সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করলে তারা দুজনই ফরিদপুর জেলা আওয়ামী লীগ থেকে জাতীয় সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।
খন্দকার মাশরুর হোসেন মিতু বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে। এর আগে সম্মেলনে রংপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্সিলর হিসেবে প্রধানমন্ত্রী পুত্র ও তার তথ্য-যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম প্রস্তাব করা হয়েছিল।
এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির নাম কাউন্সিলর হিসেবে প্রস্তাব করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুলকে কাউন্সিলর হিসেবে প্রস্তাব করেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর সম্মেলন প্রস্তুতি কমিটি কাউন্সিলর তালিকা যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হবে। সে অনুযায়ী অনুমোদিত কাউন্সিলর তালিকায় যাদের নাম থাকবে তারা জাতীয় সম্মেলনে যোগ দেবেন।
এইউএ/আরএস/এমএস