এবার শেখ রেহানা ও পুতুল আওয়ামী লীগের কাউন্সিলর


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১২ অক্টোবর ২০১৬

এবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের কাউন্সিলর হয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর তালিকার শীর্ষে স্থান পেয়েছেন এই তিনজন।

দলীয় সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলর হলেও এবার প্রথমবারের মতো কাউন্সিলর হলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ জাগো নিউজকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা আপা ও আমাদের নেত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর লিস্টে এক, দুই ও তিন নম্বরে রয়েছেন।’

এর আগে মঙ্গলবার বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকী ববিকে কাউন্সিলর করে তালিকা জমা দেয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

এইউএ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।