সংলাপের প্রস্তাব অবাস্তব ও অগ্রহণযোগ্য : তোফায়েল


প্রকাশিত: ০৮:০৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

রাজনৈতিক সংকট সমাধানে বিশিষ্টজনদেও সংলাপের উদ্যোগকে ‘অবাস্তব ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেছেন, এর মধ্য দিয়ে নাশকতাকারী ও সন্ত্রাসকে আড়াল করে তাদের সঙ্গে গণতান্ত্রিক সরকারকে এক কাতারে দাঁড় করানো হচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল সোমবার নাগরিক সমাজের পক্ষ থেকে সংলাপের আহবান জানিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা স্বাক্ষরিত তিনটি চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের বরাবর পাঠানো হয়।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, “যে সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছে তা অবাস্তব ও অগ্রহণযোগ্য। এটি সম্ভব নয়।"

তিনি বলেন, এইসব ব্যক্তিবর্গ সন্ত্রাস, নাশকতা, জঙ্গি তৎপরতাকে আড়াল করার জন্য এবং যে দলটি নাশকতা, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা চালাচ্ছে, তাদেরকে একটি গণতান্ত্রিক সরকারের সাথে এক কাতারে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে। সুতরাং এটি গ্রহণযোগ্য নয়।

এ সময় তিনি রেগে গিয়ে আরো বলেন, শামসুল হুদা কেন, আর যে কেউ এ উদ্যোগ গ্রহণ করুক তা বাস্তব সম্মত নয়। আপনারা লক্ষ্য করেন, যিনি খালেদা জিয়াকে যে কথা বলেছেন, তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে একই কথা বলেছেন, তার মানে সন্ত্রাসীদের সাথে কি আমরা এককাতারে দাঁড়ানো।

তোফায়েল বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, নাশকতা চালায়, মায়ের কোল খালি করে, যারা নিরীহ-নিরপরাধ মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করে, জঙ্গিবাদ করছে তাদের সাথে সংলাপের প্রশ্নেই আসে না।

তিনি প্রশ্ন ছুড়ে বলেন, শামসুল হুদা কে। তিনি বিএনপিকে বাদ দিয়ে অন্য একটি দলকে বিএনপির নিবন্ধন দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।

তার এই কথা বিএনপির পক্ষে গেলো কিনা জানতে চাইলে বলেন, সত্য বলতেই হবে। যার পক্ষেই যাক।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।