পোড়ামাটির নীতি গ্রহণ করেছে খালেদা জিয়া : মেনন


প্রকাশিত: ১০:২২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, একাত্তরের মতো পাকিস্তানীদের ন্যায় বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে সন্ত্রাস ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে পোড়ামাটির নীতি গ্রহণ করেছে। তারা (বিএনপি) আজ সন্ত্রাস ও জঙ্গীবাদকে উৎসাহিত করে গণতন্ত্রকে ন্যসাৎ করতে চায়।

মঙ্গলবার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে মতিঝিল থানা নারী পুলিশিং সমন্বয় কমিটির এক মানববন্দন ও সমাবেশে সংহতি প্রকাশ করে পৃথক বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন আরো বলেন, দেশের মানুষ শান্তি চায়, কোন সন্ত্রাস চায় না। জনগণ সন্ত্রাসীদের প্রতিহত করতে রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছে।

একই সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করছে তাদের সাথে কোন সংলাপ হতে পারে না। মানুষের পাশাপাশি তারা পশুও হত্যা করছে। তাই যারা পশুর ন্যায় আচরণ করে তাদের সাথে কোন আলোচনা হতে পারে না।

কামরুল ইসলাম আরো বলেন, স্বাধীন দেশের সাধারণ জনগণ আজ সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলেছে তাতে শিগগিরই দেশের মানুষ শান্তি ও স্বস্তি পাবেন।

পুলিশ জনতা এবং জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে বোমা ও সন্ত্রাস বিরোধী এই মানববন্দন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারহানা ডলি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব মোরশেদা আক্তার ও কর্মকর্তা মিনু চৌধুরী , শেখ সেকান্দর আলী।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।