জাপার মনোনয়ন : উত্তরে বাবু দক্ষিণে মিলন


প্রকাশিত: ০৬:০০ এএম, ০৮ মার্চ ২০১৫

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরে বাহাউদ্দিন বাবু ও দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। রোববার দুপুর ১২টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থীদের নাম ঘোষণা করেন এরশাদ। কাউন্সিলর পদপ্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে শুধু ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে দুজনকে মেয়র পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপি বা অন্য কোনো দল এখনো এ ব্যাপারে তাদের অবস্থান জানায়নি।

‘ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ-এর যৌথসভা’ ব্যানারে ওই অনুষ্ঠানে এরশাদ বলেন, ১৯৯১ সালেই গণতন্ত্রের কবর রচিত হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে। আজ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব নিল জাতীয় পার্টি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি, এ দুই দলের ওপর জনগণের কোনো আস্থা নেই। আস্থা রয়েছে জাতীয় পার্টির ওপর। জাতীয় পার্টি বিরোধী দলে নয়, থাকবে সরকারে, যা এখন সময়ের দাবি।

জাপার চেয়ারম্যান বলেন, মানুষ কষ্টে রয়েছে, খেতে পারছে না, শ্রমিকের দিন চলছে না। এখন প্রতিদিনই নূর হোসেন ও বিশ্বজিতের মতো মানুষ মরছে। কিন্তু কারো কোনো মাথাব্যথা নেই।

জাতীয় পার্টির প্রধান বলেন, নির্বাচনে একেক প্রার্থীকে ৫ থেকে ১০ কোটি টাকা ব্যয় করতে হয়। এ কারণে জয়ী হওয়ার পর তাঁরা জনগণের জন্য কাজ করেন না।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।