নির্বাচনের দোহাই দিয়ে পার পাবে না সন্ত্রাসীরা : হানিফ


প্রকাশিত: ১০:৩৯ এএম, ৩০ মার্চ ২০১৫

যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নির্বাচনের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মানসিক রোগী। রাজনৈতিক কার্যলয়ে অবরুদ্ধ হয়ে তিনি নাটক করছেন। কোনো সুস্থ মানুষ ৩ মাস রাজনৈতিক কার্যালয়ে থাকে না।

লেভেল প্লেয়িং ফিল্ড করার দায়িত্ব নির্বাচন কমিশনের উল্লেখ করে তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের আশ্বস্ত করতে চাই। লেভেল প্লেয়িং ফিল্ড করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ক্ষমতাসীন দল হিসেবে আমাদের যা সহযোগিতা করার করব। নির্বাচন কমিশনের যা যা করার প্রয়োজন তারা তাই করবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাকসুদুল ইসলাম। এ সময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষায়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজা প্রমুখ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।