সিটি নির্বাচন : একগুচ্ছ দাবি নিয়ে ইসিতে যাচ্ছে বিএনপি


প্রকাশিত: ০২:৫১ এএম, ০১ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরির দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাবেন বিএনপির এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার বিকেল সাড়ে ৩টায় দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি ইসির কাছে একগুচ্ছ দাবি উপস্থাপন করবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে- সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করতে নির্বাচনকালে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা, প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন, বিরোধী দলগুলোর কার্যালয় খুলে দেওয়া, বিদেশি পর্যবেক্ষক রাখা, প্রার্থী ও নেতাকর্মীদের নির্বিঘ্নে গণসংযোগ করতে দেওয়া, নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কারণে নতুন করে মামলা না দেওয়া, রাজনৈতিক মামলায় গ্রেফতার-হয়রানি বন্ধ ও বিদ্যমান মামলায় নেতাদের জামিনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাধা সৃষ্টি না করা।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় আ স ম হান্নান শাহর বাসায় এ নিয়ে সংশ্লিষ্ট নেতারা বৈঠক করেন। দলের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপি এবং জোটের শরিকরা সিটি নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে ইতিবাচক মনোভাব পোষণ করলেও মামলার বিষয়টিই তাদের ভাবিয়ে তুলছে। এ অবস্থায় সিটি নির্বাচন শুরু হওয়ায় এতে দল-সমর্থিত প্রার্থীদের সুষ্ঠুভাবে অংশ নেওয়া নিয়ে সংশয় রয়েছে।

এদিকে, উত্তর ও দক্ষিণে দুটি কমিটি করে দিয়ে দল-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীদের তালিকা করছে বিএনপি। ঢাকা দক্ষিণ সিটিতে এ দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস। তাকে সহযোগিতা করছেন আবদুস সালাম, কাজী আবুল বাশার, সাজ্জাদ জহিরসহ নেতারা। উত্তর সিটিতে আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, সাবেক কাউন্সিলর এম এ কাইয়ুম ও আনোয়ারুজ্জামান আনোয়ার বাছাইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বাছাইয়ে যাদের মনোনয়নপত্র টিকে যাবে, তাদের মধ্য থেকে সার্বিক বিবেচনায় বিএনপি উপযুক্ত প্রার্থীদেরই সমর্থন দেবে বলে জানা গেছে। ওই সময়েই চূড়ান্ত প্রার্থী তালিকা সম্পন্ন করবে বিএনপি।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।