সাঁড়াশি অভিযান চালানোর আহ্বান হাছান মাহমুদের


প্রকাশিত: ১১:৪৯ এএম, ০২ এপ্রিল ২০১৫

সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হরতাল-অবরোধের নামে পেট্রলবোমা হামলাকারী ও অর্থ যোগানদাতাদের ধরতে সাঁড়াশি অভিযান চালাতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহষ্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ‘প্রয়াত মেয়র মো. হানিফের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায়। লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। তবে সম পরিবেশের নামে নির্বাচন কমিশন বা আইনশৃঙ্খলা বাহিনী ঢাকায় সন্ত্রাসীদের জড়ো হতে সুযোগ দিতে পারে না। একই সঙ্গে এ সব কর্মকাণ্ডে অর্থযোগান দাতাদেরও আইনের আওতায় আনতে হবে। যাতে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত না রাখতে পারে।

সংগঠনের সহ-সভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।