আমার স্বামীর কোনো অপরাধ নেই : হাসিনা আহমেদ


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০২ এপ্রিল ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, আমার স্বামীর (সালাহ উদ্দিন) কোনো অপরাধ নেই। তারপরও কোনো অভিযোগ বা মামলা থাকলে তাকে আদালতে হাজির করেন। আদালত তাকে বিচার করবে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সালাহ উদ্দিন আহমেদসহ গুম, বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে হাসিনা আহমেদ বলেন, আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন তাহলে আমি আশা করি আমার স্বামীর সন্ধান মিলবে।

তিনি বলেন, কাউকে নিখোঁজ করে দেয়ার অধিকার কারো নেই। তুলে নেয়ার অধিকার কারো নেই। কিন্তু সালাহ উদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। আমি প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করেছি, কিন্তু কোনো ফলাফল পায়নি।

তিনি আরও বলেন, আমি আমার স্বামীকে ফেরত চাই, আমার সন্তানরা তার বাবাকে ফেরত চায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে, তাদেরই তাকে ফেরত দিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা ও বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও উইট্যাবের প্রেসিডেন্ট আ ফ ম ইউসূফ হায়দার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, অ্যাবের মহাসচিব ইঞ্জিনিয়ার হারুন অর রশীদ প্রমুখ।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।