বিএনপি ভুল রাজনীতি করছে : তোফায়েল


প্রকাশিত: ১২:২০ পিএম, ০২ এপ্রিল ২০১৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ভুল রাজনীতি করছে।  সিটি নির্বাচনে অংশ গ্রহণ করতে চাইলে অবশ্যই তাদের হরতাল-অবরোধ প্রত্যাহার করতে হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলাভের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

তোফায়েল বলেন, বিএনপির বর্তমান রাজনীতি ভুলে ভরা। একদিকে হরতাল-অবরোধ অন্যদিকে সিটি নির্বাচনে অংশগ্রহন, তা হতে পারে না। বিএনপি হরতাল-অবরোধ প্রত্যাহার করে গণতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।