বিএনপি ভুল রাজনীতি করছে : তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ভুল রাজনীতি করছে। সিটি নির্বাচনে অংশ গ্রহণ করতে চাইলে অবশ্যই তাদের হরতাল-অবরোধ প্রত্যাহার করতে হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলাভের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
তোফায়েল বলেন, বিএনপির বর্তমান রাজনীতি ভুলে ভরা। একদিকে হরতাল-অবরোধ অন্যদিকে সিটি নির্বাচনে অংশগ্রহন, তা হতে পারে না। বিএনপি হরতাল-অবরোধ প্রত্যাহার করে গণতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এএইচ/আরআই