কেউ আইনের ঊর্ধ্বে নয় : ইনু


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০২ এপ্রিল ২০১৫

গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সেমিনার কক্ষে ‘বাংলাদেশে হলুদ সাংবাদিকতা : প্রবণতা ও প্রকরণ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, যত বড় নেতানেত্রীই হোক না কেন, অপরাধ করলে তাকে কারাগারে যেতে হবে, আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা সমালোচনা সহ্য করবো। কিন্তু মিথ্যাচার, তথ্যবিকৃতি, উস্কানি সহ্য করবো না।

ইনু বলেন, রাজনীতি থেকে দলবাজি, দুর্নীতি, জঙ্গিবাদ বিতাড়ন এবং গণমাধ্যম থেকে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা দূর করতে হবে।

গণতান্ত্রিক রাজনীতির জন্য এটা অত্যন্ত জরুরি। কারণ বর্তমানে চক্রান্তকারী শক্তি, অশুভ অগণতান্ত্রিক শক্তি, জঙ্গিবাদি শক্তি ও অপসাংবাদিকতার গভীর যোগসাজস চলছে। এটা গণতন্ত্র ও গণমাধ্যমের জন্য বিপজ্জনক।

পিআইবি’র চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।