মৃত্যুদণ্ড বন্ধে বিদেশিদের চাপ নেই : কামরুল


প্রকাশিত: ১১:২৩ এএম, ১০ এপ্রিল ২০১৫

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধে বিদেশিদের কোনো ধরনের চাপ নেই। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘ শুধু কামারুজ্জামান নয়, সব মৃত্যুদণ্ডের ব্যাপারেই সোচ্চার। সব ধরনের মৃত্যুদণ্ডের তারা বিরোধিতা করে থাকে। তারই ধারাবাহিকতায় কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে তাদের ধারাবাহিকতা রক্ষা করছে।
 
কামরুল বলেন, বাংলাদেশের ট্রাইব্যুনাল নুরেমবার্গ ট্রাইব্যুনালের চেয়ে স্বচ্ছ। পৃথিবীর কোনো ট্রাইব্যুনাল আপিল ও রিভিউ পিটিশনের সুযোগ দেয় না। আমাদের এখানে সেটা দেয়া হয়েছে।

সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিন আহমেদ, জাসদ নেতা হারুন চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

এএইচ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।