দোয়া মাহফিলে সরগরম নয়াপল্টন কার্যালয়
আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল উপলক্ষে দীর্ঘদিন পর সরগরম হয়ে উঠেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়।
সূত্র জানায়, জুমার নামাজ শেষে কার্যালয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে বিকেল ৬টার দিকেও কার্যালয়ের সামনে অবস্থান অব্যাহত রেখেছেন শতাধিক নেতাকর্মী।
এর আগে সকাল ১০টা থেকে কার্যালয়ে কোরআনখানি শুরু হয়। বাদ আসর অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফাহ, ঢাকা উত্তর সিটি কর্পোরেসনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের বহিষ্কৃত নেতা মেজর আকতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত রহমান কোকো। ২৭ জানুয়ারি তার মরদেহ বনানীতে দাফন করা হয়। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া, গত ৩ জানুয়ারি রাতে নয়াপল্টন কার্যালয় থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে নিয়ে যায় পুলিশ। একইসঙ্গে পুলিশ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এরপর থেকে বিএনপির কোনো নেতা আর কার্যালয়ে যাননি। তবে ৪ এপ্রিল সন্ধ্যার পর কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে গ্রেফতার আতঙ্ক বিরাজ করে। এজন্য তখন কার্যালয় সরগরম হয়ে উঠতে দেখা যায়নি।
এমএম/এএইচ/একে/পিআর