রিজভীর জামিন ও রিমান্ড নামঞ্জুর


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০১ জুন ২০১৫

হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা বিস্ফোরণের একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাদের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার রিজভীকে আদালতে হাজির করে খিলগাঁও থানায় দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন পুলিশের এসি মিরাশ উদ্দিন।

রিমান্ড বাতিল করে রিজভীর জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শামছুল আরেফীন এ আদেশ দেন।

উল্লেখ্য, রিজভীকে চলতি বছরের ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গ্রেফতার করে।

জেআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।